
রবিবার ০৪ মে ২০২৫
মিল্টন সেন: রাজ্যের বাজারে ক্রমাগত বাড়তে থাকা আলুর দাম নিয়ে বিস্ফোরক রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। এই বিষয়ে হিমঘর মালিক এবং আলু ব্যবসায়ীদের একাংশকে কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী।
আলুর দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেচারাম বলেন, ''আলুর দাম বাড়ার পেছনে ৪০ জন অসাধু ব্যবসায়ী এবং হিমঘর মালিকদের গভীর চক্রান্ত কাজ করছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিতে থাকা কয়েকজন সিপিএম নেতা চক্রান্ত করে এই সমস্যা সৃষ্টি করেছে। রাজ্য সরকারকে বিপাকে ফেলতে চাইছে।" মন্ত্রীর আরও অভিযোগ, হিমঘর মালিক এবং ব্যবসায়ীদের একাংশের যোগসাজশে বাজারে আলুর দাম আকাশ ছুঁয়েছে। বিপুল পরিমাণ আলু মজুত করে রেখে, বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করা হয়েছে। ফলে বাজারে দাম বেড়েছে। এ ছাড়াও চক্রান্ত করে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে বিজেপির সক্রিয় মদতে নভেম্বর মাসে রাজ্যে মজুত থাকা আলুর একটা বড় অংশ বাংলাদেশে রফতানি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মন্ত্রী।
তিনি আরও বলেন, "রাজ্যে প্রতিদিন ১৮ হাজার মেট্রিক টন আলু লাগে। শুধু মাত্র কলকাতাতেই প্রতিদিন লাগে ৫ হাজার মেট্রিক টন। ডিসেম্বর মাসে বাজারে কাঁচা আনাজের যোগান বেশি থাকায় আলুর চাহিদা কিছুটা কমে। এমনিতেই গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর উৎপাদন কমেছিল প্রায় সাড়ে ৪ লক্ষ মেট্রিকটন। এবছরও ডানা ঝড়ের প্রভাবে আলু রোয়ার কাজে বিলম্ব হয়েছে। ফলে নতুন আলু উঠতে কমপক্ষে ১৫ দিন সময় বেশি লাগবে। অর্থাৎ প্রায় ৪৫ দিন দেরি হবে। নতুন আলু বাজারে আসবে জানুয়ারি মাসের শেষের দিকে। ফলে স্বাভাবিক কারণেই রাজ্যে প্রয়োজনের তুলনায় আলুর যোগান কম রয়েছে।"
বেচারাম আরও যোগ করেন, বর্তমানে রাজ্যে যে পরিমাণ আলু মজুত আছে তা দিয়ে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে। তার মধ্যেই ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে অন্য রাজ্যে আলু পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে। মন্ত্রীর দাবি, এই অবস্থায় অন্য রাজ্যে আলু রফতানি করা হলে রাজ্যের বাজারে আলুর চরম অভাব দেখা দেবে। নতুন আলু বাজারে না আসা পর্যন্ত রাজ্যে আলুর প্রয়োজনীয়তা মিটবে না। ফলে রাজ্যের বাজারে আলুর দাম আরও বাড়বে।
হিমঘর মালিক এবং আলু ব্যবসায়ীদের উপর ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনগণের প্রতি দায়বদ্ধ, তাঁর সদিচ্ছা রয়েছে। তাই রাজ্য সরকারের তরফে সবসময় আলোচনার পথ খোলা রাখা হয়েছে। যতবার হিমঘর মালিক এবং ব্যবসায়ীরা চেয়েছে বৈঠক হয়েছে। ওদের ডিসেম্বর মাস পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বাড়ানোর চাহিদা পূরণ করা হয়েছে। কিন্তু রাজ্য সরকারকে তাঁদের তরফে কোনও রকম সাহায্য করা হয়নি। বৈঠকে আলুর দাম কম নেওয়ার সিদ্ধান্ত হলেও, পরবর্তী সময়ে ব্যবসাহীরা সেই কথা রাখেননি। বৈঠকে ২৬ টাকা কেজি দরে আলু দেওয়ার সিদ্ধান্ত হলেও ব্যবসায়ীরা ২৭ টাকায় আলু বিক্রি করেছে। চালান দেখতে চাওয়া হলে সেটাও দেখাতে পারেনি। একাংশের ব্যবসাহীরা আলু মজুত রেখে বাজারে কৃত্রিম অভাব তৈরি করে মুনাফা লাভের চেষ্টা করে গিয়েছে।"
মন্ত্রী এদিন জানান, সূত্র মারফত তিনি জানতে পেরেছেন কার কাছে কতটা আলু মজুত রয়েছে। বেচারামের অভিযোগ, অতিরিক্ত মুনাফা লাভের আশায় ব্যবসায়ীরা নিজেদের সিদ্ধান্তকেই শুরু থেকে প্রাধান্য দিয়ে এসেছেন। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট সিপিএম আমলের কথা মনে করিয়ে দিয়েছে। এভাবে চলতে দেওয়া যাবে না। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "রাজ্য সরকার পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী জনগণের স্বার্থে কড়া পদক্ষেপ নিতে পিছপা হবে না। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আবেদনে আর বৈঠক হবে। পরিষ্কার জানিয়ে দেওয়া হবে আগে রাজ্যের স্বার্থ, তার পর অন্য দিকে নজর দিতে হবে।"
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী